বাসাইলে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রির উদ্বোধণ

নিউজবাংলা: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬:

বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের বাসাইলে খাদ্য বান্ধন কর্মসূচির আওতায় কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত খাদ্য শস্য বিতরণ কার্যক্রম ১০ টাকা কেজি মূল্যের চাউল বিক্রির উদ্বোধণ করা হয়েছে। 

মঙ্গলবার ( ২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মিলিয়া শারমিন কাশিল ইউনিয়নে চাউল বিক্রির উদ্বোধণ করেন। পরে উপজেলার ৬টি ইউনিয়নে একযোগে চাউল বিক্রি শুরু হয়।  এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, রাশেদা সুলতানা রুবি, বাসাইল জোবেদা রোবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, কাশিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন প্রমুখ। উল্লেখ্য, উপজেলার ৬টি ইউনিয়নের ৪হাজার ৬শ ২০জন হতদরিদ্র প্রতিমাসে ৩০ কেজি করে চাউল নিতে পারবে। বছরের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মার্চ ও এপ্রিল এ ৫ মাসে তারা চাউলগুলো ক্রয় করতে পারবেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*