বিশ্বনাথে দেওকলসে ১০ টাকা কেজির চাল বিক্রয়ের উদ্বোধন করলেন শফিক চৌধুরী

নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:

বিশ্বনাথ ( সিলেট ) প্রতিনিধি:

সরকারের খাদ্য মন্ত্রনালয়ের ‘খাদ্য বান্ধব’ কর্মসূচির আওতায় সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নে ‘১০টাকা কেজিতে চাল বিক্রয়’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বাগিছা বাজারে প্রধান অতিথি হিসেবে চাল বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের আমলে আলোকিত হচ্ছে বাংলাদেশ। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, তথ্য-প্রযুক্তি, কৃষি, যোগাযোগ’সহ সকল ক্ষেত্রে সমভাবে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। গরীব বান্ধব সরকারের প্রধানমন্ত্রী-জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমাজের অবহেলিত-বঞ্চিত ও গরীব মানুষের উন্নয়নে সরকারের এমপি-মন্ত্রীরা সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। লুটপাঠের রাজনীতিতে আওয়ামী লীগ বিশ্বাসী নয় বলেই দেশের মানুষ বার বার রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনার দায়িত্ব প্রদান করেছেন আওয়ামী লীগকে। সরকার ঘটনের পর নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু তনয়া-জলকন্যা শেখ হাসিনা।

দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া’র সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক রনু কান্ত দে ও দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউপির চেয়ারম্যান আমির আলী, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাবেক আইন সম্পাদক শফিক উদ্দিন স্বপন, শিক্ষা সম্পাদক জয়ন্ত আচার্য্য, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাইফুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখে আওয়ামী লীগ নেতা ও দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম জুয়েল।

সভায় উপস্থিত ছিলেন দেওকলস ইউপি সদস্য আব্দাল মিয়া, ফরিদ উদ্দিন, বাবুল মিয়া, কাছা মিয়া, ছাইফুল ইসলাম, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আপ্তাব উদ্দিন, আখতার হোসেন জুনেদ, মিজানুর রহমান মিজান, ছোবা মিয়া, নুরুজ্জামান, তজম্মুর আলী, আনা মিয়া, ছমির আহমদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, বাগিছা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আজাদ মিয়া, দেওকলস ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্চিত আচার্য্য, যুবলীগ নেতা আবদুর রউফ, কামরুজ্জামান সেবুল, এনামুল হক এনাম, ইউসুফ আলী, তাজুল ইসলাম, রাসেল আহমদ, সবুজ মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা আবদুল মতিন, ডাক্তার বিভাংশু গুন বিভু, রফিক মিয়া, সিজিল মিয়া, সুহেল খান, খছরুজ্জামান, ছাত্রলীগ নেতা লিটন দেব, মিয়াদ আহমদ প্রমুখ।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ব্রাহ্মণবাড়ীয়ার নাসিরনগরে মানববন্ধন ও সমাবেশ
Next: রাণীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*