Breaking News
  • নগরকান্দায় কৃষকরাই তৈরী করছে উন্নতমানের কেঁচো কম্পোষ্ট সার
  • আত্রাইয়ে জঙ্গীবাদ প্রতিরোধ কল্পে করণীয় শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা
  • শরীয়তপুরে জেলা শিক্ষক সমিতির সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন
  • বন্যায় শরীয়তপুরের ৫০ গ্রাম প্লাবিত, ৪২ টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ
  • বাসাইলে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস, জরিমানা আদায়

কেরালায় নিখোঁজ ১৫ জন, আইএসে যোগ!

নিউজবাংলা:৯জুলাই, শনিবার:

ঢাকা: ভারতের কেরালা রাজ্যের কাসারগদ ও পালাক্কাদ জেলা থেকে মধ্যপ্রাচ্যে গিয়েছিল এরকম তরুণদের মধ্যে গত একমাসে কমপক্ষে ১৫ জন নিখোঁজ হয়েছেন।

 সাম্প্রতিক জঙ্গিবাদী পরিস্থিতির বিবেচনায় তাদের পরিবার থেকে এখন ধারণা করা হচ্ছে, তারা খুব সম্ভবত ইরাক ও সিরিয়ায় ঘাঁটি গেড়ে থাকা ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনে যোগ দিয়েছেন।

কাসারগাদের এমপি পিকুরানাকারন বলেছেন, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান বিষয়টি তদন্ত করার জন্য ইতিমধ্যে পুলিশকে নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের প্রত্যেকেই ৩০ বছরের কম বয়সী।

নিখোঁজ ব্যক্তিদের পরিবার জানিয়েছে, গত এক মাসে তাদের সাথে কোন যোগাযোগ করেনি ঐ তরুণরা। তারা মধপ্রাচ্যে গিয়েছিল ধর্মীয় উচ্চশিক্ষা গ্রহণের জন্য। কিন্তু এখন মনে হচ্ছে, তারা জঙ্গিবাদী আদর্শে উজ্জীবিত হয়ে যোগ দিয়েছে আইএসের খেলাফত আন্দোলনে।

কাসারগাদ জেলার পঞ্চায়েত সদস্য মুস্তাফা বলেছেন, ঈদের সময় নিখোঁজ ২ তরুণের বাবামা হোয়াটস অ্যাপ মেসেঞ্জারে একটি মেসেজ পেয়েছেন। এরকম একটি মেসেজে লেখা ছিল- আমরা আর ফিরে আসছি না। এখানে স্বর্গীয় আইন। তোমাদেরও উচিত এখানে যোগ দেয়া। আরেকটি মেসেজে লেখা ছিল- আমরা আইএসে যোগ দিয়েছি মার্কিনীদের বিরুদ্ধে লড়াই করার জন্য।

তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া

 

 

নিউজবাংলা/ একে         

 

Share This:

Comments

comments

Previous: চীন বিশ্বের বৃহত্তম টেলিস্কোপ তৈরি করল
Next: বিদ্যুৎস্পৃষ্টে চাচাতো ভাইয়ের মৃত্যু , ঈদের আনন্দ থেকে বঞ্চিত কার্টার মাষ্টার মুস্তাফিজসহ তার পরিবার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*