Breaking News
  • বাসাইলে ইফতার বিক্রেতাদের মাঝে স্বাস্থ্যসম্মত হাত মোজা ও পলিথিন বিতরণ
  • কলারোয়ায় সীমান্ত থেকে সাড়ে ৬ কোটি টাকা মূল্যে’র ১১টি টক্কর সাপ উদ্ধার
  • ঝিনাইদহে পুরোহিত হত্যায় নলডাঙ্গায় এখন আতঙ্কের জনপদে পরিনত !
  • ঝিনাইদহে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার !
  • নড়াইলে মুলিয়ায় সংখ্যালঘুর বাড়িতে হামলার ঘটনায় মামলা, আটক ২

নতুন স্কেলে বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিউজবাংলা: ২৬ জুন, রোববার:

ঢাকা: আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ঈদ নতুন বেতন স্কেলে বোনাস পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

 

রবিবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন আট হাজার ২৫০ টাকা মূল বেতন ধরে গত বছরের ১৫ ডিসেম্বর অষ্টম বেতন কাঠামোর গেজেট প্রকাশ করে সরকার। ২০১৫ সালের ১ জুলাই থেকে অষ্টম বেতন কাঠামো কার্যকর ধরা হলেও বিভিন্ন ভাতা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে।

নতুন বেতন কাঠামো অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা বেতন-ভাতা পাবেন কি না- বেতন কাঠামোর গেজেটে সে বিষয়ে কিছু বলা ছিল না। পরে এমপিওভুক্ত শিক্ষকদের বিভিন্ন কর্মসূচির মধ্যে সরকার অষ্টম বেতন কাঠামো সংশোধন করে এবং ২০১৫ সালের ১ জুলাই থেকেই এই শিক্ষকদের জন্য অষ্টম বেতন কাঠামো কার্যকর করা হয়।

বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ লাখের মত শিক্ষক-কর্মকর্তা এমপিও পাচ্ছেন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: হাশমির উপর প্রতিশোধ নিলেন ঐশ্বরিয়া!
Next: ঘরোয়া উপায়ে হাঁটুর কালো দাগ দুর করুণ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

*