নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

নিউজবাংলা, ৮ অক্টোবর শনিবার:

নিউজবাংলা ডেক্স:

এবার নোবেল শান্তি পুরস্কার পেলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস। নরওয়ের নোবেল কমিটি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসাবে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়।

দীর্ঘ পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে গেরিলাদের সঙ্গে দীর্ঘ চার বছরের আলোচনার পর এ ব্যাপারে চুক্তি সই হয়।

চার বছরের আলোচনার পর গত ২৩ সেপ্টেম্বর দ্য রেভ্যুলুশনারি আর্মর্ড ফোর্সেস অব কলম্বিয়ার(ফার্ক) নেতা টিমোমেনকো ও কলম্বিয়ার মধ্যে এই চুক্তি সই হয়। আর এতে মুখ্য ভূমিকা রাখেন কলম্বিয়ার প্রেসিডেন্ট স্যান্তোস।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ১২ লাখ ৫০ হাজার ডলার) পাবেন তিনি। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হবে এ পুরস্কার।

‘জেসমিন বিপ্লবের’ পর গৃহযুদ্ধের দুয়ারে থাকা তিউনিসিয়াকে শান্তিপূর্ণ জাতীয় সংলাপের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে গতবছর শান্তিতে নোবেল পায় আলোচনায় মধ্যস্থতাকারী চার সংগঠন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: হাসির নাটক ‘ঝামেলা আনলিমিডেট’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*