Breaking News

এবার হজে যাবেন এক লাখ ১৪ হাজার

নিউজবাংলা: ১১ জানুয়ারি, সোমবার:

ঢাকা: জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজে যেতে পারবেন।

আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের একথা জানান।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সচিব বলেন, এবার সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজে যেতে পারবেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার সরকারিভাবে যারা হজে যাবেন তাদের জন্য দুটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। কোরবানিসহ প্যাকেজে খরচ হবে তিন লাখ ৬০ হাজার ২৮ টাকা; যা গতবারের চেয়ে প্রায় ছয় হাজার টাকা বেশি। আর কোরবানি ছাড়া প্যাকেজে খরচ হবে তিন লাখ চার হাজার ৯০৩ টাকা; যা গতবারের চেয়ে প্রায় আট হাজার টাকা বেড়েছে।

সচিব জানান, এবারও গতবারের মতো হজযাত্রীদের আগেই অনলাইনে নিবন্ধন করতে হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে সংশ্লিষ্টরা বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ ঘোষণা করতে পারবেন।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১২২৪ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*