Breaking News
  • আত্রাইয়ে পাঁচদিনের ব্যবধানে দু’টি দোকানে দুর্ধর্ষ চুরি
  • কলাপাড়ায় বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
  • ব্রাহ্মণবাড়িয়ায় ৩ গাঁজা বিক্রেতার ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
  • নগরকান্দায় বাবলু চৌধুরী ভলিবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি-ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • নগরকান্দায় প্রতিপক্ষের দেওয়া আগুনে ছয়টি ঘর ভশ্মীভুত হওয়ার অভিযোগ

দীর্ঘ ৯ বছর পর ঝালকাঠি জেলা আ’লীগের সম্মেলন শনিবার

নিউজবাংলা: ১৫ জানুয়ারি, শুক্রবার:

মো: আল-আমিন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে পুরাতন ষ্টেডিয়ামে আগামীকাল শনিবার (১৬ জানুয়ারী) এই প্রথম বারের মত নানা আয়োজনের মধ্য দিয়ে জেলা আওয়ামীলীগের সম্মেলন ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

জেলা আওয়ামীলীগ সম্মেলন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে যেমনি আনন্দ তেমনি চারদিকে সাজসাজ রব বিরাজ করছে। সম্মেলন উপলক্ষে সড়ক পথের বরিশাল ঝালকাঠির সীমান্তবর্তী কালিজিরা ব্রীজ থেকে শহরের পুরাতন ষ্টেডিয়াম পর্যন্ত তৈরী করা হচ্ছে বিশাল বিশাল তোরণ। কাউন্সিলে যোগ দিতে আসছেন সরকারের প্রভাবশালী মন্ত্রী, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা এবং এমপিগণ। ২০০৬ সনের ২৪ জুন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর থেকে এখন পর্যন্ত একই কমিটি দায়িত্ব পালন করছে। দীর্ঘ ৯ বছর পর আগামী ১৬ জানুয়ারি জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিতব্য সম্মেলনের নতুন কমিটিতে কারা আসছেন তা নিয়ে জেলার নেতাকর্মীদের মাঝে হিসেব নিকেশ চলছে। তবে নতুন মুখ থাকছে কিনা নাকি পুড়ানোরাই আবার নতুন ভাবে কমিটিতে আসবে এনিয়ে জল্পনা কল্পনার কমতি নেই। তবে শিল্পমন্ত্রীর মত যোগ্য অভিভাবক থাকায় ঝালকাঠির জেলা কমিটিতে যোগ্যরাই স্থান পাবে তা নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। কারন এবার সম্মেলনের নতুন কমিটিকে ঘিরে তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত যোগাযোগ ও নেতৃত্ব পেতে লবিংয়েরও কমতি নেই। তবে ত্যাগী ও অভিজ্ঞরাই এবারের কমিটিতে স্থান পাবে এমনটাই প্রত্যাশা সবার। দলীয় সূত্র জানায় এবার সাবেক যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগের অনেক নেতাকর্মী কমিটিতে স্থান পেতে পারেন। তবে সভাপতি সম্পাদক পদে পরিবর্তন আসছে কিনা বা হবে কিনা নাকি পূর্বের নেতৃবৃন্দরাই থাকছেন তা নিয়ে কৌতুহলের শেষ নেই। ১০ হাজারের অধিক নেতাকর্মীর মিলন মেলা হবে এ সম্মেলনে এমনটাই জানিয়েছে সূত্র। জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মোঃ শাহআলমের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আলহাজ্জ আমির হোসেন আমু এমপি। সম্মেলন উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। প্রধান বক্তা থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য আলহাজ্জ আবুল হসনাত আব্দুল্লাহ এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম এমপি, তথ্য ও গবেষনা সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্রদেবনাথ সম্ভু এমপি। এছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। সম্মেলনকে ঘিরে প্রস্তুতির পাশাপাশি নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। বিপুল সংখ্যক পুলিশ, র‌্যাব, ডিবিসহ আইনশৃংখলা বাহিনী সতর্ক অবস্থায় থাকবে। এব্যাপারে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক এ্যাডভোকেট এম আলম খান কামাল জানান, আমাদের নেতা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর নেতৃত্বে সম্মেলনের ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। সম্মেলনকে সফল করার লক্ষ্যে জেলা আওয়ামীলীগের সর্বস্তরের নেত্ াকর্মীরা আনন্দচিত্তে কাজ করে যাচ্ছে। এই সম্মেলনে নির্বাচিত কমিটি আমাদের নেতা আমির হোসেন আমুর নেতৃত্বে আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাবে।

নিউজবাংলা/একে

Share This:

Comments

comments

Previous: ঝালকাঠিসহ দক্ষিনাঞ্চল থেকে হারিয়ে যাচ্ছে দেশী প্রজাতির দেশী প্রজাতির মাছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*